ইন্টেরিয়র এবং রেনোভেশন
ইন্টেরিয়র বলতেই আমরা মনেকরি একের পর এক বোর্ড পিটিয়ে সিলিং বানিয়ে কি কি যেন করা হবে। এটা একদম ভুল ধারনা। ইন্টেরিয়র ডিজাইনের প্রথম এবং প্রধান কাজ যেই কাজের জন্য জায়গাটি তৈরি করা হয়েছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করা। অফিস হলে কাজের পরিবেশ, বেডরুম হলে ঘুমের পরিবেশ, আর স্কুল হলে পড়ার পরিবেশ তৈরি করা। আর্গোনোমিক্স জানা এবং সেই অনুযায়ী কাজ করা ইন্টেরিয়র ডিজাইনারের জন্য সবচেয়ে গুরুতবপূর্ণ। ফার্নিচারের মাপ সর্বনিম্ন কতটুকু হবে, হাঁটাচলা বা বসার জন্য কতটুকু জায়গা প্রয়োজন, তা নিশ্চিতভাবে জানতে হবে। এছাড়া কালার, টেক্সচার, স্কেল, পার্স্পেক্টিভে, আলো বাতাসের চলাচল, সাইকোলজি আরও কত কিছু। এতকিছুর পরে যদি মনেহয় কিছু সিলিং আর প্যানেলিং দরকার, তাহলে নাহয় দিলাম। কিন্তু যদি প্রয়োজন না থাকে, তাহলে নিজে থেকে আমরা এরকম কিছু করিনা।